
সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আজাদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্যানের প্রধান ফটকের পাশে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আজাদ ও তার এক সঙ্গীকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা আজাদকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পেছনে লেনদেন-সংক্রান্ত বিরোধ থাকতে পারে।