
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় সেনার বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনী জানাচ্ছে, এই ঘটনা ঘটেছে চলমান ‘অপারেশন পিম্পল’-এর অংশ হিসেবে।
এনডিটিভির প্রতিবেদনের মতে, শনিবার (৮ নভেম্বর) চিনার কর্পসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, লাইন অব কন্ট্রোলে সম্ভাব্য অনুপ্রবেশ সংক্রান্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার কুপওয়ারার কেরান সেক্টরে যৌথ অভিযান চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় দায়িত্বে থাকা সেনারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এমন কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এবং তাদের থামানোর চেষ্টা করলে অনুপ্রবেশকারীরা একপর্যায়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। “বাধ্য হয়ে সেনারাও পাল্টা গুলি চালায়,” উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনও চলছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় আগে গত ১৪ অক্টোবরও কুপওয়ারায় লাইন অব কন্ট্রোল থেকে অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছিল।