
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের তৃতীয় দিনে কমিশন জুলাই সনদের বাস্তবায়ন, সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়গুলো উপস্থাপন করে।
কমিশন যে প্রস্তাবগুলো সামনে এনেছে তার মধ্যে রয়েছে: জুলাই সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোকে একটি সাংবিধানিক আদেশ (সিও) আকারে কার্যকর করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই সেই আদেশের ওপর একটি গণভোট আয়োজন করা।
এর আগে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে বসে। সেখানে বিশেষজ্ঞরা জুলাই সনদের ২২ অনুচ্ছেদের ভিত্তিতে একটি সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নের সুপারিশ দেন।
বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে জুলাই সনদ ২০২৫-এর মূল সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে একটি সাংবিধানিক আদেশ দিতে পারে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
তারা আরও প্রস্তাব করেছেন, এই সাংবিধানিক আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা সাধারণ নির্বাচনের দিনই আয়োজন করা সম্ভব। সেই গণভোটে যদি জনসমর্থন পাওয়া যায়, তবে আদেশটি তার ঘোষণার দিন থেকেই বৈধ বলে বিবেচিত হবে।