
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন।
রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যা-ই করতেছেন এবার তা বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি।’’
তাহের আরও বলেন, ‘‘দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। আমরা চাই বিএনপি আমাদের সঙ্গে বসে আলোচনা করুক। কীভাবে সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা যায়, সেটাই আলোচনা হবে।’’
জামায়াতের নায়েবে আমির মন্তব্য করেন, ‘‘রাজনীতির অনেক খেলা আছে, কিন্তু আমরা সেই খেলা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।’’
বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘এবার আমরা এই আহ্বান মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি। দেখি তারা কাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।’’’