
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের সাজা কমিয়ে বৃদ্ধ ও অসুস্থদের মুক্তির উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে যাবজ্জীবন সাজায় ৩০ বছর কারাভোগের বিধান থাকলেও তা শিথিল করার পরিকল্পনা চলছে। নারীদের ক্ষেত্রে এই সময়সীমা ২০ বছরে নামিয়ে আনা হতে পারে, আর পুরুষদের জন্য নির্ধারিত হবে কিছুটা বেশি সময়।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “কারাগারে অনেক সমস্যা রয়েছে, সংস্কারেরও প্রয়োজন আছে। বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ বন্দিদের ওষুধ ও চিকিৎসার জন্য আলাদা বাজেট প্রয়োজন হয়। তাই লাইফটাইম সাজা ৩০ বছরের পরিবর্তে যৌক্তিকভাবে কতটা কমানো যায় তা ভাবা হচ্ছে, যেন বয়স্ক বন্দিদের মুক্তি দেওয়া সম্ভব হয়।”
তবে কত বছরকে সীমা ধরা হবে, সেটি এখনও নির্ধারিত হয়নি। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নারীদের ক্ষেত্রে আমরা হয়তো ২০ বছর নির্ধারণ করতে চাইছি, পুরুষদের জন্য সময়টা কিছুটা বেশি হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “আবার এমন ঘটনাও আছে যেখানে কেউ ১৮ বছর বয়সে অপরাধ করেছে। তাকে যদি ২০ বছর পর মুক্তি দেওয়া হয়, তখন তার বয়স দাঁড়ায় ৩৮ বছর। এ অবস্থায় ফের অপরাধে জড়ানোর ঝুঁকি থাকে। এসব বিষয় বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নারীদের জন্য আমরা তুলনামূলকভাবে শিথিলতা রাখছি।”