
খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের প্ররোচনায় খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। একটি মহল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন না হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনেই এসব ঘটছে।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে থেকে স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে, আর এসব অস্ত্র দেশের বাইরে থেকে আসছে। এই সন্ত্রাস দমন করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। রাস্তা-ঘাট অবরোধ করেও যেন কেউ জনভোগান্তি না ঘটায়। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি।
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গে তিনি জানান, “পরিস্থিতির অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।”