
বলিউডে এখনও পর্যন্ত কোনো বড়সড় হিট না থাকলেও, পারিশ্রমিকের দিক থেকে চমকে দিচ্ছেন জাহ্নবী কাপুর। অভিনয় জীবন শুরু করে মাত্র ছয় বছর পেরোতে না পেরোতেই, এই স্টার কিড এখন দক্ষিণী সিনেমার দুনিয়াতেও নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। তবে সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দু তার অভিনয় নয়—বরং রীতিমতো অবাক করা পারিশ্রমিক বৃদ্ধির খবরে সরগরম ইন্ডাস্ট্রি।
এক বিনোদন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণী সিনেমাগুলোর জন্য জাহ্নবীর পারিশ্রমিক আগের তুলনায় অনেকটাই বেড়েছে। 'দেবারা' ছবিতে অভিনয়ের জন্য তিনি নিয়েছিলেন ৫ কোটি রুপি, যা সে সময় ছিল তার সর্বোচ্চ পারিশ্রমিক। এরপর 'পেদ্দি' নামের আরেকটি তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এই ছবির জন্য তার পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি রুপিতে।
গুঞ্জন রয়েছে, আল্লু অর্জুনকে নিয়ে নির্মিতব্য একটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ছবিটি পরিচালনা করবেন অ্যাটলি কুমার। শোনা যাচ্ছে, এ সিনেমার জন্য তিনি ৭ কোটি রুপি দাবি করেছেন। নির্মাতারা তাকে নিতে আগ্রহী হলেও, পারিশ্রমিক কমিয়ে আনার বিষয়ে কথাবার্তা চলছে। তবে, সূত্র বলছে, জাহ্নবী তার চাওয়া থেকে একটুও সরছেন না—৭ কোটি রুপির কমে রাজি নন তিনি।
তবে এই হঠাৎ পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। তাদের মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশি পারিশ্রমিক পেলেও, বলিউডে এখনো সে মানের মূল্যায়ন পাচ্ছেন না জাহ্নবী। বিষয়টি তার ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে তাকে কৌশলগতভাবে সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
গত বছর 'দেবারা' সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় জাহ্নবীর। সিনেমাটিতে তার সহ-অভিনেতা ছিলেন জুনিয়র এনটিআর। ছবিতে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি বক্স অফিসেও সাফল্য পেয়েছে সিনেমাটি। বর্তমানে তিনি 'পেদ্দি' ছবিতে কাজ করছেন, যেখানে তার বিপরীতে আছেন রামচরণ। ছবিটির পরিচালনায় রয়েছেন বুচি বাবু সানা। এটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জাহ্নবীর দ্বিতীয় কাজ।
২০১৮ সালে 'ধড়ক' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন জাহ্নবী কাপুর। এরপর 'রুহি', 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল', 'ঘোস্ট স্টোরিজ' এবং 'মিলি'সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।