.png)
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিলেন। অথচ তিনি নিজেই বলেছিলেন "শেখ হাসিনা পালায় না", কিন্তু সেই বক্তব্য দেওয়ার মাত্র দুদিন পরই ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত গণসংলাপ ও পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে সাকি বলেন, এই বিরাট অর্জন যাতে আবার বেহাত না হয়, সেজন্য তরুণদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত তরুণ ও শিক্ষার্থীরা রক্ত দিয়ে যে ইতিহাস গড়েছে, তার তুলনা বিরল।
তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে রাজনৈতিক দলগুলো সাম্য ও মানবিক মর্যাদার কথা বললেও তা বাস্তবে রূপ পায়নি। কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত ১৫ বছরে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম, খুন ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল।
অন্তর্বর্তী সরকারকে জনগণের শক্তির ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, দেশে এখনো মব সন্ত্রাস চলছে, খুনিরা মাথা উঁচু করার চেষ্টা করছে। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার বহুবার বিচার দাবি করলেও তা বাস্তবায়িত হয়নি।
সাকি আরও বলেন, জনগণ যদি এখন ঘরে ফিরে যায়, তাহলে আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু। এছাড়া বক্তব্য রাখেন বাচ্চু ভূঁইয়া, সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ শিশির, সাকিরুল ইসলাম সাকি এবং মোহাম্মদ হৃদয় হাসান স্বাধীন।