
নিউইয়র্ক সিটিতে নতুন ইতিহাসের সূচনা করেছেন জোহরান মামদানি। ১৮৯২ সালের পর শহরের সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হওয়া তিনি এক সঙ্গে প্রথম মুসলিম ও আফ্রিকান বংশোদ্ভূত মেয়র হিসেবে নজির স্থাপন করেছেন। নির্বাচনের পর জোহরান স্ত্রী ও মা-বাবাকে ধন্যবাদ জানাতে ভোলেননি।
নির্বাচনী বিজয়ের পর আবেগঘন ভাষণে জোহরান তার পরিবারকে শ্রদ্ধা জানান। মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ স্ত্রী রামাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই মুহূর্তে ও জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে পেতে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।’
ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন। সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে জোহরান এই ঐতিহাসিক জয় অর্জন করেন।
এই জয়ের মাধ্যমে তিনি শহরের প্রথম মুসলিম মেয়র এবং ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম অভিবাসী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। এছাড়া এক শতাব্দীর মধ্যে শহরের সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।
সূত্র: বিবিসি