
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিনদিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বড়তারা ইউনিয়নের শালবন গ্রামের প্রতিবেশীর বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসনিয়া স্থানীয় রাজমিস্ত্রী এরশাদ আলীর একমাত্র মেয়ে। সে এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে তাসনিয়া নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সন্ধ্যার পর প্রতিবেশী একরামুল হোসেনের গোয়ালঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ জাগে। পরে গ্রামবাসীরা সেখানে বস্তাবন্দি অবস্থায় শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান।
এ ঘটনায় গ্রামবাসী বাড়িটি ঘেরাও করলে একরামুল পালিয়ে যায়। তবে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে এবং একরামুলের স্ত্রী হাবিবা (২৫) ও একই এলাকার রাজ্জাকের স্ত্রী আজুয়ারা (৬০)কে আটক করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, “শিশুটি নিখোঁজের পর পরিবার থানায় জিডি করে। শুক্রবার স্থানীয়রা তার লাশ দেখতে পেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”