
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু হিসাবে নয়, বরং তাদের ক্ষতি করতেই ব্যস্ত ছিল। দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-দোকান লুটপাট করে তারা নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াশালের বাগদী এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
মঈন খান আরও বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষরা আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার ও অনাচারে অতিষ্ঠ হয়ে তখনকার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছিলো, কিন্তু সেখানে তারা কোনো ফল পাননি। কারণ আওয়ামী লীগ মুখে এক কথা বলে, আর কাজ করে তার উল্টোটা।”
তিনি উল্লেখ করেন, বিএনপি জাতীয়তাবাদকে বিশ্বাস করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করার লক্ষ্যে কাজ করে। তিনি বলেন, “জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকেই বিজয়ী করেন, তাহলে তাদের অধিকার নিশ্চিত হবে।”
পথসভায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।