
অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে চলতি বছরের ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তার জন্য ড. শেখ মইনউদ্দিনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় ওই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়। একই ধারাবাহিকতায় এবার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারীর দায়িত্বও তার ওপর অর্পণ করা হলো।
১৯৯৬ সালের রুলস অব বিজনেসের রুল-৩ বি (II-A) অনুসারে শেখ মইনউদ্দিন এখন থেকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এদিকে, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে একযোগে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ—এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নতুন এই পদায়নের ফলে রেলপথ মন্ত্রণালয়ে প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।