
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে রংপুর রেঞ্জ পুলিশের কার্যালয়ের সঙ্গে সংযুক্ত কাজী মনিরুজ্জামান ২০২৩ সালের ২৫ নভেম্বর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে উপস্থিত হননি। এ ধরনের অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারার আওতায় অসদাচরণ ও পলায়নের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
এই অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরিবিধির ১২ উপবিধি (১) অনুসারে তাকে ২৫ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন সময় তিনি খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।