
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে জানিয়েছে ডিএমপি। প্রতিষ্ঠানটির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক ছাত্রের মুখ চেপে ধরার ভঙ্গিমায় ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে জড়িয়ে একটি ছবি প্রকাশিত হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমেও ছড়িয়েছে। ছবিটি পর্যবেক্ষণে স্পষ্ট বোঝা যায় যে এটি সম্পূর্ণ এআই প্রযুক্তিতে তৈরি এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
ডিএমপি বলেছে, অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ছবিটি তৈরি করে পুলিশ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডিএমপি সতর্ক করেছে, মিথ্যা প্রচারণায় কেউ যেন বিভ্রান্ত না হয়।
সংগঠনটি আরও বলেছে, দায়িত্বশীল কর্মকর্তাকে নিয়ে বিভ্রান্তি তৈরির এমন অপচেষ্টা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।