
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার ওসি ও পরিদর্শকদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বার্তায় বলা হয়েছে, যেসব থানার এলাকায় ঝটিকা মিছিল হবে, সেখানে সংশ্লিষ্ট ওসি ও পরিদর্শকদের দায়িত্বে অবহেলা ধরা পড়লে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার গত রোববার রাত ৯টায় বেতারযোগে এই সতর্কবার্তা দেন। বার্তার দিনই শেরেবাংলা নগর থানার দুই পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। আগারগাঁও, শেরেবাংলা নগর, ৬০ ফিট ও শ্যামলীতে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিটি থানায় চারজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন—ওসি, পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) এবং পরিদর্শক প্যাট্রল (পিআই)। বার্তায় সকলকে সতর্ক করা হয়েছে যে ঝটিকা মিছিলে দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ নেই।
একটি সূত্র জানায়, বিভিন্ন থানার কর্মকর্তাদের মধ্যে ঝটিকা মিছিলে যথাযথ দায়িত্ব পালন না করার প্রবণতা দেখা যাওয়ায় কমিশনার এই হুঁশিয়ারি দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সোমবার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী শক্তির ভেতরে বিভাজনকে কাজে লাগিয়ে একটি নিষিদ্ধ দল সক্রিয় হয়ে উঠছে। ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ ঢাকার বাইরের জেলা যেমন বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ থেকে আসছে।
বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। রাতেই ডিএমপি কমিশনার সমস্ত থানায় বিশেষ বার্তা দেন।
কিছু থানার কর্মকর্তা জানাচ্ছেন, এই বার্তার পর পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে ৫-১০ জন মিলে কয়েক সেকেন্ডের মিছিল করলে পুলিশ পৌঁছানোর আগেই তা শেষ হয়ে যাচ্ছে। ফলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না; পরে ছবি ও ভিডিওর ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে।
ডিএমপি সদর দপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ এপ্রিল বাড্ডা-রামপুরা প্রধান সড়কে আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম। এরপর কয়েক দিনের ব্যবধানে ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা ও উত্তরা এলাকায় ঝটিকা মিছিল হয়। জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে জুলাইয়ে ৯ জন, আগস্টে ১১৬ জন এবং সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ১৪৪ জন।
ডিএমপি জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, “ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের প্রতিদিন থানা-পুলিশ ও ডিবি গ্রেপ্তার করছে। এই অভিযান চলমান। তবে পুলিশের কারও দায়িত্বে অবহেলা ধরা পড়লে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”