
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবছরে দেশে প্রবেশের জন্য মাত্র ৭,৫০০ শরণার্থী অনুমোদনের ঘোষণা দিয়েছেন—যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন শরণার্থী সংখ্যা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের শরণার্থী ব্যবস্থা মূলত বন্ধ থাকবে। নির্ধারিত সীমিত কোটা ‘শ্বেতাঙ্গ আফ্রিকানাদের জন্য সংরক্ষিত’ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শরণার্থী পুনর্বাসনের দায়িত্বে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রম এখন থেকে শরণার্থী পুনর্বাসন কার্যালয়ে স্থানান্তর করা হবে, যাতে তদারকি ও জবাবদিহিতা আরও শক্তিশালী হয়।
ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের দাবি, ট্রাম্প এই সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের সঙ্গে কোনো পরামর্শ করেননি।
সূত্র: রয়টার্স