
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১ নভেম্বর) নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য দেশটির যুদ্ধ বিভাগের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি।’
ট্রাম্প পোস্টে নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ নাইজেরিয়াকে সকল ধরনের সাহায্য-সহায়তা বন্ধ করে দেবে এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্কও করেছে। তিনি লিখেছেন, ‘ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে - এমন ইসলামিক সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই বন্দুকের মতো জ্বলন্ত দেশটিতে যেতে হবে।’
সংবাদমাধ্যমগুলো বলছে, আফ্রিকার সবচেয়ে বড় দেশগুলোর একটি ও আনুমানিক ২৩ কোটিরও বেশি মানুষের বাসস্থান নাইজেরিয়ায় সম্প্রতি সাম্প্রদায়িক ও নৃশংসতা বাড়ছে। কৃষি জমি-সম্পদ ও পাচার-দস্যুতা নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধের পাশাপাশি সুসজ্জিত অস্ত্রধারী ডাকাতি হামলার ঘটনা গ্রাম ও শহরে হচ্ছে; এসব হামলায় কখনো খ্রিস্টান, কখনো মুসলিম উভয় সম্প্রদায়ই আক্রান্ত হচ্ছে।
ট্রাম্পের ওই সতর্কবার্তার অংশ হিসেবে তিনি বলেন, ‘যদি আমরা আক্রমণ করি, তাহলে তা দ্রুত, নিষ্ঠুর হবে; ঠিক যেমন সন্ত্রাসী গুণ্ডারা আমাদের খ্রিস্টানদের ওপর আক্রমণ করে! সতর্কতা: নাইজেরিয়ান সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়াই ভালো!’
ট্রাম্পের পোস্ট শেয়ার হওয়ার পরে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘হ্যাঁ, স্যার।’ তিনি আরও বলেন, ‘নাইজেরিয়ায় এবং যেকোনো জায়গায় - নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। যুদ্ধ বিভাগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হয় নাইজেরিয়ান সরকার খ্রিস্টানদের রক্ষা করবে, অথবা আমরা এই ভয়াবহ নৃশংসতা ঘটিয়ে থাকা ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করব।’
একইভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান; তিনি 'হাজার হাজার খ্রিস্টানের হত্যাকাণ্ড' নিয়ে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, 'খ্রিস্টানদের ওপর, মুসলিমদের ওপর, গির্জা ও মসজিদগুলোতে এলোমেলোভাবে আক্রমণ করা হয়।'
সিএনএন জানিয়েছে—ট্রাম্প ও তার মন্ত্রীদের এই মন্তব্যের পর হোয়াইট হাউস ও প্রতিরক্ষা অফিসের মুখপাত্রেরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।