
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নিয়মিত যোগাযোগ চালু রয়েছে। পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাণিজ্য চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন। হোয়াইট হাউসের দাবি, শিগগিরই এই চুক্তি হতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, “আমি জানি, প্রেসিডেন্ট মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তারা প্রায়ই একে অপরের সঙ্গে কথা বলেন।”
লেভিট আরও বলেন, “দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিষয়েও নিয়মিত আলাপ হয়। প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দল ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সফরে গিয়ে ট্রাম্প মোদির প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি। উনি দুর্দান্ত এবং অত্যন্ত শক্তিশালী।” সেই সময় তিনি ভারতের সঙ্গে দ্রুত বাণিজ্যচুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। তবে ভারত স্পষ্ট করেছে, ট্রাম্পের এমন দাবি ভিত্তিহীন। দিল্লির পক্ষ থেকে জানানো হয়, শুধু দীপাবলী উপলক্ষে মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প; কোনো ফোনকলে রাশিয়ান তেল সংক্রান্ত আলোচনা হয়নি।
এছাড়া, ট্রাম্প বারবার দাবি করেছেন যে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে ক্ষমতাসীন বিজেপি সরকার এই দাবিকে স্বীকার করেনি।