
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার দায়িত্ব আরও বাড়লো। এখন থেকে তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে মূল দায়িত্ব পালন করবেন।
নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব সামলাবেন শাহজাহান মিয়া।
রোববার (১৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।