
শোবিজে আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী তমা মির্জা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার অভিনয় ক্যারিয়ার ঘিরে। বেছে বেছে কাজ করলেও, একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ব্যক্তিজীবনে বিয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তমা মির্জা খোলামেলা ভাবে বলেন, বিয়ে নিয়ে তিনি আপাতত কোনো পরিকল্পনা করছেন না। অভিনয়ই এখন তার জীবনের অগ্রাধিকার।
তমা বলেন, সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব— এমন মানুষ এখনো পাইনি।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি—এটাও নিছক মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তাঁর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।
প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে তমা মির্জা নিজেকে সময়ের সাথে করে তুলেছেন আরও পরিণত ও শক্তিশালী অভিনয়ে।
শাকিব খানের সঙ্গে প্রথমবার বড় পর্দায় হাজির হন ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও চার বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবিতে অভিনয়ের ধরণে আনেন আমূল পরিবর্তন।
এরপর ‘৭ নাম্বার ফ্লোর’-এর মতো কাজ দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। ধীরে ধীরে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তার পারফরম্যান্স দিয়ে।
‘ফ্রাইডে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সুড়ঙ্গ’, ‘আমলনামা’ ও ‘দাগি’—এই সব কাজের মাধ্যমে তমা মির্জা নিজেকে প্রমাণ করেছেন বলেই মনে করেন অনেকেই। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অঞ্জন দত্তর পরিচালনায় নির্মিত সিরিজ ‘দুই বন্ধু’।