
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।
তারেক রহমান ২০০৭ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং তারপর থেকে তিনি সেই দেশে অবস্থান করছেন।
১৮ বছরের দীর্ঘ ব্যবধান শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানের সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট ঢাকায় অবতরণ করবে।