
ক্ষুধা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার প্রায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক ও বেসামরিক কার্যক্রম সমন্বয়কারী সংস্থা কোগাট।
বুধবার কোগাট এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার গাজায় প্রবেশ করা সব ত্রাণ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত। আরও কয়েক শ ট্রাক সীমান্তে অপেক্ষমাণ রয়েছে এবং সেগুলোকেও দ্রুত প্রবেশের অনুমতি দেওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। এ সময়কালে সেখানে প্রাণ হারিয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ।
সামরিক অভিযানের পাশাপাশি গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আইডিএফ। ফলে চরম মানবিক সংকটে পড়েছে অঞ্চলটি। খাদ্যের অভাবে ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ।
সম্প্রতি বিভিন্ন দেশের সহযোগিতায় জর্ডান বিমানপথে গাজায় ত্রাণ সরবরাহ করছে। তবে জাতিসংঘের মতে, গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করা প্রয়োজন। বিমান থেকে ফেলা ত্রাণের পরিমাণ তা তুলনায় খুবই অল্প — প্রায় ৬ থেকে ৯ ট্রাকের সমান।
মঙ্গলবার খাদ্যসহ ত্রাণসামগ্রীর পাশাপাশি জ্বালানি বহনকারী ট্রাকও গাজায় ঢোকার অনুমতি পায়। জাতিসংঘ এই জ্বালানি সরবরাহ করে, যা মূলত হাসপাতাল পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল