
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম আরও গতিশীল করতে সচিব ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা শুরু হয়।
ইতোমধ্যে ইসি ঘোষিত নির্বাচনি রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ রমজানের আগে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসি সূত্র জানায়, সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোট গণনার ফল ডাকযোগে পাঠানো, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ– এসব বিষয়ে প্রস্তাবনা ও প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মহাপরিচালক ও চেয়ারম্যানরা।