
ঢাকা-১৮ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) তুরাগ থানার ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতাই আজ পুরো জাতির কামনা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন—তিনি ভোটাধিকার, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামের আলোকবর্তিকা।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের লড়াইয়ের নাম বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় অবহেলা ও অন্যায়ের মধ্যেও তিনি সবসময় অটল থেকেছেন। আজ তিনি অসুস্থ; কিন্তু তার আদর্শ, তার সাহস এখনও লক্ষ কোটি মানুষের মনে অমর হয়ে আছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। একইসঙ্গে পুরো জাতিকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
মোস্তফা জামান অভিযোগ করে বলেন, “অতীতের স্বৈরাচারী সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় এবং তাকে যথাযথ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জীবনসংকটজনক পরিবেশে রাখা হয়েছিল।”
তিনি আরও যুক্ত করেন, “বেগম জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী নীতি এবং অন্যায় আচরণই পুরোপুরি দায়ী।”