.jpeg)
রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো ধরনের বিরোধে না জড়ানোর অঙ্গীকার করে এক ব্যতিক্রমী ‘মৌখিক শান্তি চুক্তি’ সম্পন্ন করেছে। রবিবার (৯ নভেম্বর) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সম্প্রীতি অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরস্পরের প্রতি সৌহার্দ্য প্রকাশ করে এবং ফুল-মিষ্টি দিয়ে একে অপরকে স্বাগত জানায়। দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের যে প্রবণতা ছিল, এই চুক্তির মাধ্যমে সেটি নিরসনের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার এবং আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেন।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক অংশ নিয়ে উদ্যোগটিকে স্বাগত জানান। তিনি জানান, আলোচনায় সিটি কলেজকে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত থাকতে পারেনি।