
ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশান নগর এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ রিপন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) বিকেলে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রিপনের কাছ থেকে ১৫টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১১টায় তাকে আদালতে পাঠানো হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিপনের নেতৃত্বে এলাকায় মাদক বিক্রি চলছে। পরে দ্রুত অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তাকে আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রিপন ঈশান নগর গ্রামের স্থায়ী বাসিন্দা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ঈশান নগর গ্রামে মাদক বিক্রির সময় রিপনকে ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”