
এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এবারের সাধারণ বিতর্কে ভারতের পক্ষে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য দেবেন জয়শঙ্কর। আগের তালিকায় মোদির বক্তব্য ২৬ সেপ্টেম্বর ধরা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের আপডেট বক্তা তালিকায় এবার ভারতের প্রতিনিধিত্ব করবে মন্ত্রীরা। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েল তাদের সরকার প্রধানদের মাধ্যমে ২৬ আগস্ট বক্তব্য রাখবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই দুই নেতার মধ্যে সম্পর্কের ত্রুটির খবর আসে। বিশেষ করে রাশিয়ার জ্বালানি কেনাকে কেন্দ্র করে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা দুই দেশের উষ্ণ সম্পর্কের উপর প্রভাব ফেলে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী এবং অধিবেশনের শুরু পর্যন্ত তা পরিবর্তিত হতে পারে। প্রথম দিন বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প, এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে এই প্রস্তাব কার্যকর হতে বাধা দিয়েছে।
সূত্র: এনডিটিভি