
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করা একটি কারখানায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয় এবং সেখানে কাজ করা দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মিন্টু খান (৩৮) ও মুন্না ইসলাম (২১)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চলছিল বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে, ভান্ডারী হোটেলের সংলগ্ন একটি ভাড়া করা কারখানায় দীর্ঘদিন ধরে একটি চক্র নকল স্ট্যাম্প তৈরি করে আসছিল। এসব স্ট্যাম্প দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হতো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ কারখানায় দুটি স্ট্যাম্প তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করে। উদ্ধারকৃত স্ট্যাম্পের মধ্যে রয়েছে ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পেয়েছি। এখানে দুটি বড় মেশিন ব্যবহার করে সরকারের নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প নকল করা হচ্ছিল। আমরা দুটি মেশিনসহ কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করেছি। কারখানার নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, জব্দকৃত স্ট্যাম্পের সংখ্যা ও বাজারমূল্য নিরূপণ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। পুলিশ অভিযোগ, আইনগত প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অভিযান এখনও চলমান রয়েছে