
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপির পতনের আগেই তাদের ‘মৃত্যুঘণ্টা’ বেজে গেছে। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের পরিণতি বিএনপির মতো হবে এবং এই খেলায় টাকা নয়, রক্তই সিদ্ধান্তের প্রধান শক্তি হবে।
রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ)-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজন করা হয়।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, “এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি। আমরা দুর্নীতির টাকার বিনিময়ে নির্বাচন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি এবং জনগণের মধ্যে আবার ফিরে যাব। অনেকে বলছে এনসিপি চাঁদাবাজি করে। আরে, এরা কত টাকা চাঁদাবাজি করছে? যদি সেই টাকা একত্রিত করা হয়, তাহলে দেশের নতুন, উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।”
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন ইস্যুতে তিনি বলেন, “আওয়ামী লীগের মন্ত্রীদের আমরা যখন জেলে নিয়ে যাই, তারা তাদের জন্য লবিং করে। আইভী কিভাবে জামিন পেল, কত কোটি টাকার বাণিজ্য হয়েছে, তা আমরা জানি। রাজনীতি করতে হলে সুশীল ভাষা ব্যবহার করতে হয়। আমরা অনেক আগেই গোলটেবিল রাজনীতি বাতিল করেছি। ৫ আগস্ট সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে আনা হয়েছিল। সেখানে গোলটেবিল বসেছিল। তবে আমরা শাহবাগ থেকে বলেছি, বাংলাদেশের ক্যান্টনমেন্টে কোনো গোলটেবিলের রাজনীতি হবে না। জনগণই বিজয়ী। বাংলাদেশে জনগণের শক্তির চেয়ে কোনো শক্তি নেই, বিএনপিকে এটা মেনে নিতে হবে।”
সভায় ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এস. এম. আজমল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
সভায় ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের সদস্য সচিব অ্যাডভোকেট মুহা. এরশাদুল বারী খন্দকার এবং যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও এনএলএ-এর মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমেদ।