.jpg)
নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ দলমত নির্বিশেষে সব স্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভিএনএস হেলথের পরিচালক সালেহ আহমেদ, কমিনিউটি লিডার রাব্বি সৈয়দ, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার ও আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি, কমিনিউটি লিডার মিসবাহ আহমেদ, সেন্টার ফর এনআরবির শেকিল চৌধুরী, সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, যুগ্ম সদস্য সচিব আশ্রাব আলী খান লিটন।
ইফতার-মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিল আনসারী।
অনুষ্ঠানে আতাউর রহমান সেলিম বলেছে, ‘আসুন একে অন্যকে ভালোবাসি ও পারস্পরিক সম্প্রীতির এই বন্ধনে প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে কাজ করি। এটাই হোক প্রতিটি প্রবাসীর একমাত্র চাওয়া।’
অনুষ্ঠানের সমন্বয় ও ব্যবস্থাপনায় সরব ছিলেন কর্তা রিজু মোহাম্মদ, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, ডিউক খান, আকতার বাবুল, মোহাম্মদ হাসান জিলানী, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, হারুন অর রশীদ, মুনসুর আহমেদ।
প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত প্রতিটি স্থানে ইফতার মাহফিল আয়োজনের অংশ হিসেবে এর আগে উডহ্যাভেন বুলেভার্ডে জয়া মিলনায়তন, ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্ট ও ব্রঙ্কসের একটি পার্টি হলে সম্পন্ন হয়েছে।