
নিউজিল্যান্ডে এক বাস যাত্রার সময় এক নারীর লাগেজ থেকে উদ্ধার হয়েছে দুই বছরের এক শিশু। ভ্রমণের সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বাসচালক বিষয়টি পুলিশকে জানালে এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে।
রবিবার, ৩ আগস্ট স্থানীয় সময়, ২৭ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুকে অবহেলা ও নির্যাতনের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, একটি নির্ধারিত স্টপেজে বাস থামার পর যাত্রীদের মালামাল ওঠানামার সময় একটি লাগেজে নড়াচড়া লক্ষ্য করেন চালক। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি বাস ডিপোতে পুলিশ ডেকে আনেন।
গোয়েন্দা পরিদর্শক সাইমন হ্যারিসন জানান, “চালক যখন লাগেজটি খুললেন, তখন দুই বছরের মেয়েটিকে দেখতে পেলেন।”
তিনি আরও বলেন, “ছোট মেয়েটির শরীর অত্যধিক গরম ছিল, তবে তাকে শারীরিকভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।”
উদ্ধার হওয়া শিশুটিকে বাসের নিচে থাকা একটি আলাদা মালামাল বগিতে রাখা হয়েছিল বলে জানান হ্যারিসন। শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শরীরের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
গোয়েন্দা কর্মকর্তা হ্যারিসন আরও বলেন, “এই ঘটনায় আরও ভয়াবহ কিছু ঘটতে পারত। তবে চালকের সচেতনতায় তা রক্ষা পেয়েছে।”