
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় ভিপি নুরের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। নুরের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ সহযোগিতা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
হাসপাতাল সফরে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
উল্লেখ্য, গত শুক্রবার এক হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।