
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চরম উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিম তীরে ইসরায়েলি সেটলারদের শীর্ষস্থানীয় নেতা ইয়োসি দাগান। তার মতে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার হয়তো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছে; যা সেটলারদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি করেছে।
রবিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে দাগানের সঙ্গে আরও কয়েকজন সেটলার নেতা অংশ নেন। বৈঠকের পর ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে দাগান বলেন, “আমাদের বৈঠকটি বেশ দীর্ঘ ছিল এবং বৈঠক শেষে আমরা বেশ উদ্বিগ্ন বোধ করছি।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর, পশ্চিম তীরের দখলকৃত এলাকায় বসতি সম্প্রসারণে তৎপর হয় ইসরায়েলি সরকার। সে সময় বেশ কয়েকটি নতুন আবাসিক প্রকল্প অনুমোদনও পায়। তবে আন্তর্জাতিক চাপের মুখে সাম্প্রতিক সময়ে ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন স্থগিত রয়েছে।
বৈঠকে এই ইস্যুটি সামনে আনেন দাগান ও তার সহকর্মীরা। তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে জানতে চান, কবে নাগাদ এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। তবে নেতানিয়াহু তাদের কোনও নির্দিষ্ট সময়সীমা জানাতে রাজি হননি বলে জানান দাগান।
এমন পরিস্থিতিতে দাগান আশঙ্কা করছেন, নেতানিয়াহুর সরকার হয়তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদনে সম্মত হতে পারে। তিনি বলেন, “আমার সন্দেহ হচ্ছে, এই সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদনপত্রে স্বাক্ষর করে ফেলবে। যদি তা ঘটে, তাহলে আরেকটি ৭ অক্টোবর নেমে আসবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল