
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের অকার্যকর স্থলবন্দরগুলোকে ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি এই তথ্য দিয়েছেন শনিবার (৯ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর পরিদর্শনের সময়।
তিনি বলেন, দেশে মোট ২৪টি স্থলবন্দর থাকলেও এর মধ্যে বেশকিছু দীর্ঘদিন থেকে অকার্যকর রয়েছে। প্রাথমিকভাবে আটটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব করা হয়েছিল, যার মধ্যে চারটি ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে ২০টি স্থলবন্দর চালু রয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র ১২ থেকে ১৪টি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, যেসব বন্দর বছরে মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা আয় করে, সেগুলোর আধুনিকায়নে ব্যাপক অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত নয়।
উপদেষ্টা আরও জানান, লাভজনক এবং সম্ভাবনাময় স্থলবন্দরগুলোকেই আধুনিকীকরণের আওতায় আনা হবে এবং কিছু নদীবন্দর বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনের আগে তিনি হিলি বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। ব্যবসায়ীরা রাস্তা সংস্কার, ওয়ারহাউজ ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
পরিদর্শনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।