
চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ বিবিসি বাংলাকে বলেন, “তিন দফা দাবিতে পটিয়া থানা ঘেরাও এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়েছে।”
দাবির মধ্যে রয়েছে তাদের ওপর হামলাকারী পুলিশদের গ্রেফতার এবং আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া।
আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা। পরে আবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।
তাদের দাবি, মঙ্গলবার রাতে পুলিশ দুই দফায় তাদের ওপর হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে।
গতকাল মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সামনে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
কিন্তু ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি।
এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়, উত্তেজনা তৈরি হয়।
এক পর্যায়ে পুলিশের উদ্দেশে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দফায় সংঘর্ষ হয় গতকাল রাতে।