
জাতিসংঘ সাধারণ অধিবেশনের শুরু হওয়ার আগেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ঘটনার প্রশংসা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম এবং তাদের জনগণকে সমর্থন করে আসছি। চার দেশের স্বীকৃতি আমরা স্বাগত জানাই। এটা একটি সুখবর এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে এখনও আরও পথ পাড়ি দিতে হবে।”
তিনি আরও জানান, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। “ফ্রান্স স্বীকৃতি দিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটির সমর্থন পাবে ফিলিস্তিন,” বলেন তৌহিদ হোসেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেন।