
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ৪৭ বছর পরও এই ষড়যন্ত্র থামেনি। বিএনপির বিরুদ্ধে আজও নানা রকম ষড়যন্ত্র চলতে থাকে।
বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা পিআর দাবি করছেন তাদের উদ্দেশে বলছি, ‘পিআর ইধার নেহি চলে গা, পাকিস্তান চলে যাও’। এ বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এখানে কোনো অপশক্তির জায়গা হবে না।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বৃক্ষরোপণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বিকেলে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোওয়ার জাহান ভুঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিভিন্ন ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা দলের স্থানীয় শক্তি ও সমর্থনের প্রতিফলন হিসেবে ধরা হয়।