
শারদীয় দুর্গোৎসবের আনন্দে রঙিন হয়ে উঠেছে দেশজুড়ে হাজারো পূজামণ্ডপ। এ বছর সারা দেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন, আর প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে প্রতিটি মণ্ডপেই নিরবচ্ছিন্ন নজরদারি চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরু থেকে কিছু এলাকায় সামান্য অস্থিরতা দেখা দিলেও পুলিশের দ্রুত পদক্ষেপে সেগুলো নিয়ন্ত্রণে এসেছে। এসব ঘটনা সাধারণত ব্যক্তিগত বিরোধ, স্থানীয় সমস্যা কিংবা সাধারণ অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পুলিশ, আনসার ও পূজা কমিটির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতির বরাতে পুলিশ সদরদপ্তর জানায়, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত নয়টি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তিনটি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) ও ছয়টি ঘটনায় মামলা রুজু হয়েছে। এ সময়ের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।”