
পোপ লিও বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র নিন্দা প্রকাশ করেছেন। সাধারণ শ্রোতাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমি গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে আমার গভীর সংহতি প্রকাশ করছি – যারা ভয়ে বাস করছে, অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বেঁচে আছে এবং তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছে।”
দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযানকে তীব্র করতে গত কয়েকদিন ধরে ব্যাপক বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ চালাচ্ছে। শহরের লাখ লাখ মানুষকে উচ্ছেদের জন্য অবৈধ কৌশল অবলম্বন করা হচ্ছে।
পোপ আরও বলেন, “আমি যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার জন্য আমার আবেদন পুনর্নবীকরণ করছি।”
তিনি সকলকে অনুরোধ করেন, তার প্রার্থনায় যোগ দিয়ে শান্তি ও ন্যায়বিচারের একটি ভোর উদিত করার জন্য সমর্থন জানান।