
বিচার বিভাগে সংস্কার না হলে অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁর মতে, বাহ্যিক হস্তক্ষেপমুক্ত থাকলেই বিচার বিভাগ স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সোমবার (২৫ আগস্ট) আইনি সহায়তা সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের সম্মেলনে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বর্তমান সরকারের মেয়াদেই দেশের প্রতিটি জেলায় স্থায়ী আইনি সহায়তা কার্যালয় চালু করা হবে। তিনি আরও বলেন, আইনি সহায়তার মাধ্যমে প্রতি বছর প্রায় দুই লাখ মামলা নিষ্পত্তি করা হবে।
ড. আসিফ নজরুল জানান, ছোটখাটো মামলাগুলো আদালতে গড়ানোর আগে আইনি সহায়তার মাধ্যমে সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের প্রদত্ত এই সেবায় ৯০ শতাংশ সেবাগ্রহীতা সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি।