
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. মাহমুদুল হাসান এনডিসি নগরবাসীর সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতা প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডিএসসিসি একটি সেবাদান সংস্থা। সেই দৃষ্টিকোণ থেকে নাগরিককে সেবা দিতে হবে, যাতে মানুষ খুশি হয়।
মঙ্গলবার তিনি নগর ভবনে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
প্রশাসক বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবা প্রদানের কেন্দ্রবিন্দু হিসেবে সব শ্রেণির নাগরিকের জীবনকে প্রভাবিত করে। রাজধানীর অংশ হিসেবে কাজের গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে, সীমিত সম্পদের মধ্যেও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ।
তিনি আরও নির্দেশ দেন, জন্ম-মৃত্যু নিবন্ধন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এর জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে জনসম্পৃক্ততা ও জনমত যাচাই নিশ্চিত করতে হবে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিএসসিসির প্রশাসক হিসেবে মো. মাহমুদুল হাসানকে নিয়োগের আদেশ জারি করে।