
দেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক পরিস্থিতি ঘিরে। তার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। শনিবার ২৯ নভেম্বর পৃথক বিবৃতির মাধ্যমে সংগঠনগুলো এ উদ্বেগ জানায়।
পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রোববার ৩০ নভেম্বর বিকাল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে একটি প্রার্থনা সভার আয়োজন করা হবে।
গত রোববার ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বিএনপি নেতাদের দাবি, গত শুক্রবার রাতে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে ওঠে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।”
পূজা উদ্যাপন পরিষদ তাদের বিবৃতিতে খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি তার আরোগ্য কামনা করেছে। একই সঙ্গে আবারও উল্লেখ করা হয়েছে যে রোববার ৩০ নভেম্বর বিকাল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল।