
দেশে সাম্প্রতিক সময়ের কিছু গণমাধ্যম প্রতিবেদন ও সামাজিক আলোচনার বিপরীতে বড় ধরনের সহিংস অপরাধের হার বাড়েনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং।
সোমবার (১৪ জুলাই) ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, বড় ধরণের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
পোস্টে বলা হয়, কিছু সংবাদমাধ্যমে নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং সহিংস অপরাধ বৃদ্ধির আশঙ্কা তুলে ধরা হলেও সরকারি তথ্যের ভিত্তিতে তা সঠিক নয়। বরং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গুরুতর অপরাধের মধ্যে কয়েকটির হার কমেছে এবং বেশিরভাগ অপরাধই স্থিতিশীল রয়েছে।
সিএ প্রেস উইং আরও উল্লেখ করে, কিছু সামান্য অপরাধের পরিমাণ কিছুটা বেড়েছে, তবে সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমও অপরাধ নিয়ন্ত্রণে যথাযথভাবে অব্যাহত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে।
ফেসবুক পোস্টের সঙ্গে গত পাঁচ বছরের তুলনামূলক অপরাধ চিত্র এবং বিগত ১০ মাসের বিস্তারিত পরিসংখ্যান সংযুক্ত করে জানানো হয়েছে, এই তথ্যগুলো পুলিশ সদর দপ্তর থেকে সরবরাহ করা হয়েছে।