
অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে (এআইআইএফ) আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নির্ধারিত সময়সীমার মধ্যে এটি বাস্তবায়ন না হলে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার রাতে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় এআইআইএফ-কে। ভারতের ফুটবল প্রধান কল্যাণ চৌবেকে পাঠানো ওই চিঠিতে ফিফা জানায়, ২০১৭ সালে বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠার পর থেকে বারবার অনুরোধ সত্ত্বেও সুনির্দিষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। এতে করে ভারতীয় ফুটবলে “অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা” তৈরি হয়েছে বলে মনে করছে ফিফা।
চিঠিতে উল্লেখ করা হয়, ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে নির্বাচন আয়োজন এবং ফেডারেশনের পরবর্তী সাধারণ সভায় নতুন সংবিধান কার্যকর করতে হবে। ফিফা জোর দিয়ে বলেছে, এসব কাজ হতে হবে সম্পূর্ণ স্বাধীনভাবে। ভারত সরকারসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। নির্দেশনা না মানা হলে বিষয়টি ফিফার সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে এবং সে ক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
নিষেধাজ্ঞা এড়াতে ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পরিকল্পনা করছেন কল্যাণ চৌবে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকেও বিষয়টি জানাবেন তিনি। এরপর দ্রুত রায় প্রদানের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই এআইআইএফ-এর সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। যদিও আদালত সম্প্রতি জানিয়েছে, রায় প্রস্তুত রয়েছে, তবে নতুন ক্রীড়ানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান গঠনের জন্য রায় প্রদান পিছিয়ে দেওয়া হয়েছে।
২০২২ সালের ১৬ আগস্ট একবার নিষেধাজ্ঞায় পড়েছিল এআইআইএফ। সে সময় সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত প্রশাসনিক কমিটি ফেডারেশনের দায়িত্বে ছিল, যা ফিফা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবে গণ্য করে। তবে মাত্র ১৫ দিন পর, নির্বাচনের মাধ্যমে কল্যাণ চৌবেকে সভাপতি নির্বাচিত করার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।