
ফ্রান্সের ঔপনিবেশিক অতীতকে কেন্দ্র করে আলজেরিয়ার পার্লামেন্টে একটি আইন প্রণয়নের বিষয়টি বুধবার ভোটের মাধ্যমে চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। ভোটের সঙ্গে ফ্রান্সকে ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি অন্তর্ভুক্ত থাকবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানায়, পার্লামেন্ট স্পিকার ব্রাহিম বুগালিকে বলেছেন, প্রস্তাবিত এই আইন ‘একটি সার্বভৌম পদক্ষেপ’, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে একটি বার্তা প্রেরণ করবে যে আলজেরিয়ার জাতীয় স্মৃতি মুছে ফেলা যাবে না।
বিলটি ফ্রান্সকে আলজেরিয়ায় তাদের ঔপনিবেশিক শাসনের জন্য আইনগতভাবে দায়ী করে দেখানোর কথা বলছে। ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফরাসি শাসন চলাকালীন আলজেরিয়ায় গণহত্যা, ব্যাপক নির্যাতন এবং লোকজনকে নির্বাসন করা হয়েছিল। বিশেষ করে ১৯৫৪ থেকে ১৯৬২ সালের স্বাধীনতা যুদ্ধ এই ইতিহাসে রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে বিবেচিত।
আলজেরিয়ার দাবি, এই যুদ্ধে প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয়েছেন, যেখানে ফরাসি ইতিহাসবিদরা মৃত্যুর সংখ্যা প্রায় ৫ লাখ উল্লেখ করেছেন।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ আলজেরিয়ার উপনিবেশকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে স্বীকার করেছেন, তবে ক্ষমা প্রার্থনা করেননি। ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট টানাপোড়েনপূর্ণ অবস্থায় রয়েছে।