
বাংলাদেশের চারটি বিভাগের ওপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ১৪ সেপ্টেম্বর রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকায় কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হবে। আবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
১৫ সেপ্টেম্বর সোমবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকায় অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৭ সেপ্টেম্বর বুধবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।