
বলিউডের প্রখ্যাত পরিচালক চন্দ্র বারোট, যিনি ‘ডন’ সিনেমার মাধ্যমে দর্শকের মনে গেঁথে গেছেন, শনিবার (২০ জুলাই) মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই খবর প্রথম প্রকাশ করে ইন্ডিয়া টুডে।
পরিচালকের স্ত্রী দীপা বারোটের কথায় জানা গেছে, গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিস নামক শ্বাসকষ্টজনিত একটি জটিল রোগে ভুগছিলেন তিনি। রোগের জটিলতায় বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। এর আগে জসলোক হাসপাতালে চিকিৎসা চলছিল, পরে গুরু নানক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি শেষ পর্যন্ত মারা যান।
১৯৩৯ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন চন্দ্র বারোট। কর্মজীবনের শুরুটা ব্যাংকে চাকরির মাধ্যমে হলেও পরবর্তীতে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন। প্রয়াত অভিনেতা ও পরিচালক মনোজ কুমারের পরামর্শেই তিনি বিনোদন দুনিয়ায় প্রবেশ করেন। প্রথমদিকে ‘পূরব অর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া অর মকান’ মতো সুপরিচিত ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন।
চন্দ্র বারোটের অবদান হিন্দি সিনেমা জগতের জন্য স্মরণীয় হয়ে থাকবে।