
অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে যশরাজ ফিল্মসের বহুল আলোচিত ছবি ‘ওয়ার ২’। গত শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যেখানে মূল চরিত্রে দেখা যাচ্ছে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানিকে। তবে ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে তারকাদের পারিশ্রমিক ও ভিএফএক্সের মান।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন জানায়, ‘ওয়ার ২’-এর বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৪০০ কোটি রুপি, যার সিংহভাগই খরচ হয়েছে প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকে। তুলনামূলকভাবে এই বাজেট ‘টাইগার থ্রি’ (৩৫০ কোটি) ও ‘পাঠান’ (৩২৫ কোটি) সিনেমার থেকেও বেশি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুনিয়র এনটিআর ছবিটির জন্য নিয়েছেন ৭০ কোটি রুপি, হৃতিক রোশন পেয়েছেন ৫০ কোটি রুপি। তবে হৃতিক শুধুমাত্র পারিশ্রমিকেই থেমে থাকেননি, সিনেমার লাভ থেকে অংশ পাওয়ার চুক্তিও করেছেন তিনি। কিয়ারা আদভানি নিয়েছেন ১৫ কোটি রুপি এবং অনিল কাপুর পেয়েছেন ১০ কোটি। পরিচালক হিসেবে অয়ন মুখোপাধ্যায় নিজেও নিয়েছেন ৩০ কোটি রুপি।
অর্থাৎ মোট বাজেটের মধ্যে প্রায় ১৮০ কোটি রুপি গেছে তারকাদের পারিশ্রমিকে। বাকি ২২০ কোটি রুপি খরচ করা হয়েছে সিনেমার নির্মাণ ও প্রযোজনায়। তবে অনেকে অভিযোগ তুলেছেন, ট্রেলারে সিজিআইয়ের মান প্রত্যাশার তুলনায় কম — যার জন্য দায়ী হতে পারে তারকাদের মোটা অঙ্কের পারিশ্রমিক।
তবে সিনেমার চমক শুধু অ্যাকশনেই নয়, ভক্তরা অপেক্ষায় আছেন হৃতিক ও এনটিআরের নাচ দেখার জন্যও। আগের পর্ব ‘ওয়ার’-এ হৃতিক ও টাইগার শ্রফের পারফরম্যান্স দারুণ প্রশংসিত হয়েছিল। প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, যেখানে বাণী কাপুরও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
‘ওয়ার ২’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। নতুন অধ্যায়ের জন্য তৈরি বলিউড প্রেমীরা।