
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার সময় আরও পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত বুধবার (৫ নভেম্বর) জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) প্রতিবেদন দাখিলের দিন হলেও সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। এ ঘটনায় তদন্ত সংস্থা এখন পর্যন্ত ৯০বারের মতো প্রতিবেদন দাখিলের সময় চেয়েছে।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে এই টাকা ফিলিপাইনে প্রেরণ করা হয়। তদন্তে ধারণা করা হচ্ছে, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ পাচার করেছে।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন।