
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সপ্তাহের সাইডলাইনে উজবেকিস্তান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি সম্পন্ন হয়, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই দেশের প্রতিনিধি সভায় উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধা-দক্ষ ও দক্ষ মানবসম্পদ রফতানি, বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতার সুযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দুই পক্ষই বাংলাদেশ ও উজবেকিস্তানের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।